জুলিয়ান অ্যাসেঞ্জের মুক্তি দাবি মঈন খানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৩ এপ্রিল ২০১৯

বিশ্বের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি দাবি করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই দাবি করে তিনি।

জুলিয়ান অ্যাসাঞ্জের দুইটি ছবি দিয়ে ড. মঈন খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ, তখন এবং ৭ বছর প্রায় বন্দী নিঃসঙ্গ জীবন যাপনের পরে। লক্ষ্য করুন, ৭ বছরের ব্যবধানে একি পরিবর্তন? মাত্র ৪৭ বৎসর বয়সে মনে হচ্ছে ৬৭ বৎসর বয়সের বৃদ্ধ !!!’

moneen

তিনি আরও লিখেছেন, ‘কথা বলার স্বাধীনতা ও সত্য প্রকাশের এক সাহসী সৈনিককে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নিজের অন্যায়কে ঢাকার জন্যে নিরাপত্তার অজুহাত দিয়ে কীভাবে প্রায় নিঃশেষ করে দিয়েছে !!!’

জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি দাবি করে সাবেক এই মন্ত্রী লিখেছেন, ‘এমনকি তিনি (জুলিয়ান অ্যাসাঞ্জ) আমার দায়িত্ব পালন সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্যও প্রকাশ করে দিয়েছিলেন। কিন্ত তা সত্ত্বেও তার আপোসহীন নীতির প্রতি শ্রদ্ধা জানাই ও অবিলম্বে তার মুক্তি কামনা করি।’

কেএইচ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।