ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি ইয়ান-ইয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার উপাচার্যের বাসভবনস্থ কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কোয়াক স্যাম-জু এবং ফার্স্ট সেক্রেটারি পার্ক মি সিওল উপস্থিত ছিলেন।
এসময় তারা বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নসহ দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এমএইচ/একে/আরআইপি