তিন মাস পর বৈঠকে ২০ দল
প্রায় তিন মাস পর বৈঠকে বসেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আব্দুল হালিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ উপস্থিত রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হচ্ছে তাদের দ্বিতীয় বৈঠক। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারির প্রথম সপ্তাহে বৈঠক করেছিল ২০ দলীয় জোট। এরপর থেকে এই জোটের আর কোনো বৈঠক হয়নি।
কেএইচ/জেএইচ/এমএস