খালেদার মুক্তির দাবিতে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩১ এএম, ০৮ এপ্রিল ২০১৯

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রোববার এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সব রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি হাঁটাচলা করতে পারছেন না। তাকে সুচিকিৎসা দেয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে। একই সঙ্গে দ্রুত তাকে মুক্তি দিতে হবে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচলনায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মন্জুর হাসান পল্টু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার মাওদুদ আহমেদ, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর সাজাহান, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তারিকুল ইসলাম, যুক্তরাজ্যে যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এসএম ওমর পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, মুহাম্মাদ মুজাহিদ খালিদ পাভেল প্রমুখ।

কেএইচ/এনডিএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।