বিএনপির গণঅনশনে যে বার্তা দিলেন ড. কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে না থাকলেও বার্তা পাঠিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

গণফোরাম সাধারণ সম্পাক মোস্তফা মোহসীন মন্টুর মাধ্যমে তিনি বার্তা পাঠান।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত গণঅনশনে ড. কামালের বার্তা তুলে ধরে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্টু বলেন, ‘আপনাদের মনের অবস্থা আমরা বুঝতে পারি। আমাদের দলের সভাপতি ড. কামাল হোসেন রাতে বিদেশে যাবেন চিকিৎসার জন্য। তিনি বলেছেন, আমার কথাটা পৌঁছে দেবেন। বাংলাদেশের যেকোনো মানুষ তার মনমতো চিকিৎসা নেয়ার সুযোগ পান। এটা তার গণতান্ত্রিক অধিকার। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বলে নয়, অসুস্থ মানুষ হিসেবে তিনি (খালেদা জিয়া) এটি পাওয়ার অধিকার রাখেন। সেই গণতান্ত্রিক অধিকারটুকু যারা দেয় না তারা অমানুষ। এদেশে আর মানুষ বসবাস করে না।’

মন্টু বলেন, ‘তিনি (ড. কামাল হোসেন) আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ আন্দোলনে তিনি নিজেও শরিক হয়ে কাজ করে যাবেন।’

‘আজ জননেত্রী শেখ হাসিনাকে একটা কথা বলে যাই, আপনি জননেত্রী হিসেবে দাবি করেন, আপনি প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করেন; আপনি গণভোট নিয়ে দেখুন, শতকরা ৯৫ ভাগ লোক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক পরিবারের লোক; রাজনৈতিকভাবে মোকাবিলা করুন, একটা অরাজনৈতিক ব্যক্তিত্বের মতো ব্যবহার করবেন না। আমি বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি।’

কেএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।