খালেদাকে বেশিদিন আটকে রাখা যাবে না : মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণবিচ্ছিন্ন সরকার খালেদা জিয়াকে বেশিদিন কারাগারে আটকে রাখতে পারবে না।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের পক্ষ থেকে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মোশাররফ বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে বর্তমানে গায়ের জোরের সরকার ভয় পায়, বিএনপিকে ভয় পায়, শহীদ জিয়াউর রহমানকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। সেজন্যই আজকে বেগম খালেদা জিয়া কারাগারে। মামলা কিছু নয়। যে মামলায় কারাগারে গেছে সেই মামলার সাথে তার সম্পৃক্ততা ছিল না। সম্পূর্ণ রাজনৈতিক ওই মামলা।

তিনি বলেন, আজকে প্রমাণ হয়েছে এ দেশে গণতন্ত্র খালেদা জিয়ার মতোই এই সরকারের বাক্সে বন্দি, কারাগারে বন্দি। তাই আজকে আমাদের সকলের একটাই প্রত্যয় হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে এবং দেশনেত্রীর নেতৃত্বেই আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

মোশাররফ বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। দলকে ঐক্যবদ্ধ করে ঘুরে দাঁড়াতে পারলেই খালেদা জিয়ার মুক্তি হবে।

কেএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।