রাজনীতিতে শেষ বলে কিছু নেই


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

`রাজনীতিতে শেষ বলে কিছু নেই` বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য বহিষ্কৃত ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। বহিষ্কারের পর নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন তিনি।

রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার দায়ে সেমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সবুজসহ শাবিপ্রবি ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।

সোমবার সবুজ ছাড়াও শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও সহ-সভাপতি অঞ্জন রায়কেও সাময়িক বহিষ্কার করা হয়।



উল্লেখ্য, গত রোববার উপাচার্যের অপসারণ দাবিতে আওয়ামীপন্থী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা প্রশাসনিক ভবন-২ এর সমানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এ ঘটনায় অধ্যাপক ইয়াসমিনসহ ১০জন শিক্ষক আহত হন।

হামলার পরপরই আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছিলেন, আবু সাইদ আকন্দ, অঞ্জন রায়, সাজিদুল ইসলাম সবুজ শিক্ষকদের উপর হামলায় সরাসরি অংশ নেন।

যদিও রোববার সকালে ঘটনার পরপর এক সংবাদ সম্মেলন করে হামলায় অংশ নেওয়ার কথা অস্বীকার করেন ছাত্রলীগ নেতারা।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।