নৈরাজ্যকারীদের ঘুম পাড়িয়ে রাখতে চাই : নাসিম


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৬ অক্টোবর ২০১৪

হরতাল আর নৈরাজ্যকারীদের অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখতে চান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে এক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যারা হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখতে চাই। এছাড়া জঙ্গি নির্মূলে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে রোল মডেল হয়ে থাকবে।

বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবসের ওই আলোচনায় তিনি বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে মুগদা, কুর্মিটোলা, ইএনটির মতো হাসপাতাল থাকলেও অ্যানেস্থেশিয়ার কারণে অপারেশন বন্ধ আছে। এটা মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেশিওলজি আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ এর ভিসি ডা. প্রাণগোপাল দত্ত, সোসাইটির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।