সরকারকে সরাতে আমাদের পথ মাত্র একটি : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০২ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করে আনতে হবে। এ ফ্যাসিবাদী চরম স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারকে সরাতে আমাদের একটি মাত্র পথ, সেটি হলো দেশনেত্রীর নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের অসুস্থ চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা দেখেছেন যখন আমাদের প্রিয় নেত্রীকে গতকাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি ভালোভাবে দাঁড়াতে পারেননি। তাকে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেও তিনি স্বস্তিতে ছিলেন না।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এ মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসী যেন প্রাণভরে পরম করুণাময় আল্লাহর কাছে নেত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের বিষয়টি তুলে ধরে ফখরুল বলেন, ‘আমরা স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং আমরা চেয়েছি তার ইচ্ছানুযায়ী একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হোক। কিন্তু সরকার আমাদের সেই কথায় কর্ণপাত করেনি। তাকে আবারও পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবীর মুরাদ, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, নজরুল ইসলাম মনজু, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, অনিন্দ্র্য ইসলাম অমিত, আবদুল আউয়াল খান, মীর হেলালউদ্দিন, আবু আশফাক খন্দকার, কাজী আবুল বাশার, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, শাহ নেছারুল হক, আবুল কালাম আজাদসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিলাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গতকাল সোমবার খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৬২১ নং কেবিনে রয়েছেন।

কেএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।