লতিফের দেশে ফেরার দায়দায়িত্ব সরকার নেবে না


প্রকাশিত: ১০:২৭ এএম, ১৬ অক্টোবর ২০১৪

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে নিজ দায়িত্বে দেশে ফিরতে হবে, তার দেশে ফেরার দায়দায়িত্ব সরকার নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীর ওপর নবনির্মিত সেতু উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যপদ থেকে অপসারণ করা হয়েছে। সর্বশেষ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য না হলে লতিফ সিদ্দিকীর আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও থাকবে না বলে জানান মন্ত্রী।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।