রাজনীতি না করে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ৩১ মার্চ ২০১৯

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করে নিজ দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, পীড়িতদের পাশে দাঁড়ান।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ মহানগর দক্ষিণ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এ প্রচার সম্পাদক।

হাছান মাহমুদ বলেন, ‘নির্মাণ বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোন। যিনি নির্মাণ বিধিমালা মানবেন না, তিনি নিজেই বিপদে পড়বেন।’

ঢিল উপরে ছুড়লে নিজের গায়ে এসে পড়ে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছিলেন, সরকারের অবহেলায় বনানীর এফআর টাওয়ারে আগুন লেগেছে। এখন দেখা যাচ্ছে ১৮ তলার অনুমতি নিয়ে এফআর টাওয়ারের অনুমোদনবিহীন ২৩তলার অতিরিক্ত পাঁচতলার মালিক বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম। সে অপরাধে তিনি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এবং তার সহযোগীদের খোঁজা হচ্ছে।’

‘সরকার সমরাস্ত্র কেনে কিন্তু অগ্নিনির্বাপক যন্ত্র কেনে না’- বিএনপির এ অভিযোগের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি সমরাস্ত্র কেনা বন্ধ করে দেব? তারা কি জানে না, সেনা সদস্যদের পাশাপাশি শান্তিরক্ষায় ব্যবহৃত সমরাস্ত্রের জন্যও জাতিসংঘ থেকে দেশ অর্থ উপার্জন করে!’

সেই সঙ্গে তিনি পরিসংখ্যান উল্লেখ করে বলেন, ‘২০০৮ সালের ২০৮টি ফায়ার স্টেশনের সংখ্যা বেড়ে এখন ৪০২টি হয়েছে, ৪ হাজার অগ্নিনির্বাপক জনবল বেড়ে প্রায় ১১ হাজার হয়েছে, কেনা হয়েছে ৪৯ পদের নতুন সরঞ্জামাদি, গত ১০ বছরে দেশের অগ্নিনির্বাপণ সক্ষমতা বেড়েছে আড়াইগুণ।’

অভিনেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতার হোসেন, চিত্রনায়িকা নূতন, কণ্ঠশিল্পী এসডি রুবেল প্রমুখ।

এইউএ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।