দেশে এখন একদলের গণতন্ত্র : এরশাদ


প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৬ অক্টোবর ২০১৪

দেশের কোথাও সুশাসন নেই, বর্তমানে একদলের গণতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, দেশে এখন একদলের গণতন্ত্র। প্রতিহিংসা ও জিঘাংসার গণতন্ত্র চলছে। দেশের কোথাও সুশাসন নেই। সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, অনেকে বলে আমি স্বৈরাচার ছিলাম। কিন্তু তখন খুন, গুম ছিল না। এখন গণতন্ত্র চলছে। কিন্তু মানুষ আজ নিরাপদে ঘুমাতে পারে না। যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তা জনগণের গণতন্ত্র নয়। একদলের গণতন্ত্র।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনি। দেওয়ানি মামলার মতো বারবার আন্দোলনের তারিখ পড়ে। কিন্তু তারা কোথাও নেই। আমরা রাস্তায়, সংসদে-সর্বত্র আছি।

ক্ষমতায় গেলে আবার সুদিন ফিরে আসবে। মা-বোনেরা আবার তাঁতের শাড়ি পরবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় পার্টির আহ্বায়ক সরদার শাজাহান আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।