‘বুঝি না এই বিল্ডিংগুলো কীভাবে অনুমোদন পায়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৯ মার্চ ২০১৯

দেশে কোনো কিছুতেই জবাবদিহি নেই। এই ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বনানীতে অগ্নিকাণ্ডের ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পর পর যে দুর্ঘটনা হচ্ছে- এতে কোথাও কোনো জবাবদিহিতা নেই। এদেশে জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকায় এমন ঘটনা বার বার ঘটছে।

তিনি আরও বলেন, আমি বুঝি না এই বিল্ডিংগুলো কীভাবে অনুমোদন পায়। এরা তো কিছু মানে না। এদের নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। মানছে না বিল্ডিং কোড। তাহলে কীভাবে চলছে এরা।

বিএনপির মহাসচিব বলেন, এতগুলো মৃত্যু সত্যি হৃদয় বিদারক, কষ্টের।

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।