বনানীতে অগ্নিকাণ্ড : সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি ও দোয়া করি সবাই ভালোভাবে ভবন থেকে বের হয়ে আসতে পারবেন। তবে কীভাবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

গণতন্ত্রী পার্টির সভাপতি ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি উপস্থিত ছিলেন।

বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, ‘বিএনপির আন্দোলন করার মুরোদ নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন প্রেস ক্লাব-নয়াপল্টনে আটকে আছেন। খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা। এজন্য নেতাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করা উচিত।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এখনো সময় আছে প্রেস ক্লাব-নয়াপল্টনে আটকে না থেকে সংসদে এসে কথা বলুন। এতে ফল পেলেও পেতে পারেন। নইলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার।’

তিনি বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভক্ত ও বিভ্রান্ত ছিল। এটা কাঙ্ক্ষিত ছিল না। এ বিভক্তির কারণেই স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেয়েছিল। কয়েক যুগ পর স্বাধীনতার সপক্ষের শক্তি এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে।’

নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও স্বাধীনতা প্রশ্নে কোনো আপস নেই। এই তিন প্রশ্নে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘ফখরুল বলেছেন বাকশাল নাকি অশনিসংকেত। তাহলে জিয়াউর রহমানের মার্শাল ল’ কি ভালো ছিল? বাকশাল অনেক আগেই করা উচিত ছিল। তাহলে এর সুফল পেতাম।’

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ভুলের রাজনীতি করছে। ভুলের পর ভুল, চরম ভুল তারা করছে। স্বাধীনতাবিরোধীদের পাশে রেখে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তারা।

মোহাম্মদ নাসিমের দাবি, আওয়ামী লীগ ছাড়া এদেশে আর কেউই আন্দোলন করতে পারেনি। ’৯০, ’৯১ ও ওয়ান-ইলেভেনে আওয়ামী লীগ আন্দোলন সফল করেছিল। আওয়ামী লীগের সফল আন্দোলনের ফল ভোগ করেছিল বিএনপি।

এফএইচএস/এসআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।