যশোরের তিন নেত্রীকে বিএনপি থেকে বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৩ মার্চ ২০১৯

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখান করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। সেই থেকে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে এবং কয়েকটি সংসদীয় আসন এবং ইউপিসহ কোনো ধরনের উপ-নির্বাচন বা নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এরই মাঝে নির্বাচন কমিশন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে তাতেও অংশ না নেয়ার সিদ্ধান্ত জানায় দলটি।

দলীয় সেই সিদ্ধান্ত অমান্য করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় যশোর জেলা বিএনপি নেত্রী ও ঝিকরগাছা উপজেলা মহিলা দলের সদস্য নাহিদ আক্তার, অভয়নগর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা বেগম, বাঘারপাড়া উপজেলা বিএনপির সদস্য দিলারা জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেএইচ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।