সামাজিক আন্দোলন গড়ে তুলবে ১৪ দল : নাসিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৩ মার্চ ২০১৯

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৪ দল শুধু রাজনৈতিক বক্তব্য দেবে না। সামাজিক আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।’

জাতীয় প্রেস ক্লাবে শনিবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভা এবং চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘আমরা রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। আওয়ামী লীগ হোক অন্য দল হোক। সমাজের অশনি দূর করার জন্য যারা আইন মানে না, যারা নিজেরা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে, যারা আওয়ামী লীগ করে বলে নিজেদের ক্ষমতাধর ব্যক্তি মনে করে। এটা হতে পারে না।’

তিনি বলেন, ‘আমাদের যে ভুলত্রুটি তা সংশোধন করতে হবে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৪ দল সড়ক নৈরাজ্যের বিরুদ্ধে, প্রশাসনের এ শৈথিল্যের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নারী নির্যাতন, শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমরা সভা-সমাবেশ করব, সেমিনার করব।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘মানুষের কাছে গিয়ে বলব, দয়া করে এগুলো আপনারা মানেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে হলে আন্তরিক হতে হবে। প্রশাসন ও জনগণকে আন্তরিক হতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।

এইউএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।