নদী তীরে আরো ৫০ কি.মি. ওয়াকওয়ে নির্মাণ হবে


প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ আগস্ট ২০১৫

নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান বলেছেন, নদীর তীরে ইতোমধ্যে ২০ কিলোমিটার ওয়াকওয়ে (হাঁটাচলার রাস্তা) নির্মাণ করা হয়েছে। এ অর্থবছরে আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ এলাকায় বৃক্ষরোপণের উদ্বোধনের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পর্যায়ক্রমে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি ইকোপার্ক নির্মাণ করা হবে। এতে পর্যান্ত পরিমাণ গাছ থাকবে। এতে নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নদীর তীরে বেড়াতে আসতে পারবেন। এতে নদী রক্ষা হওয়ার পাশাপাশি এলাকাবাসীর মাঝে নদীর গুরুত্বও বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা) মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।