নেদারল্যান্ডসে নিহতদের আত্মার শান্তি কামনা ফখরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৯ মার্চ ২০১৯
ফাইল ছবি

নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে একটি ট্রামে বন্দুকধারীদের গুলিতে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রক্তাক্ত সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসীরা মানবজাতি ও সভ্যতার শক্র। পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসবাদীদের রক্তাক্ত উত্থান মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে উগ্রবাদীরা তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে বিশ্বময়। দিনকে দিন উগ্রবাদীদের দ্বারা সংঘটিত রক্তাক্ত ঘটনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এদের আক্রমণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে।’

ফখরুল বলেন, ‘সব ধর্ম ও জাতির চরম উগ্র গোষ্ঠীর রঙ একই। এদের মরণঘাতী প্রবণতা একই ধরনের। এই অপশক্তির বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষকে রুখে দাঁড়াতে হবে। এদের সক্রিয় আস্তানা ভেঙে ফেলে মানব সভ্যতার অগ্রগতিতে সমস্ত নারকীয় বাধা দূর করতে হবে। বিশ্ব মানব সমাজে আর্থ-সামাজিক উন্নতিকে এগিয়ে নিতে এই অন্ধ, বর্বর, উগ্রগোষ্ঠীর বিরুদ্ধে বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমি দৃঢ়ভাবে আশা রাখি নেদারল্যান্ড সরকার ঘাতক বন্দুকধারীদের খুঁজে বের করে অতিদ্রুত শাস্তির ব্যবস্থা করতে সক্ষম হবে।’

কেএইচ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।