সরকার জঘন্য খেলায় বেপরোয়া : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৮ মার্চ ২০১৯
ফাইল ছবি

সরকার জঘন্য খেলায় বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলের সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, গত ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার বিএনপি এবং এর অঙ্গসংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ভুয়া মামলায় কারান্তরীণ করার জঘন্য খেলায় বেপরোয়া হয়ে উঠেছে।’

তিনি বলেন, ‘ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এর সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সেই বেপরোয়া খেলারই শিকার। আমি তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব অবিলম্বে ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এর সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

কেএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।