বি. চৌধুরীর বোন ফাতেমা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৮ মার্চ ২০১৯

জাতিসংঘের সাবেক কর্মকর্তা প্রয়াত ড. মুঈদ চৌধুরীর স্ত্রী ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর আপন ছোট বোন ফাতেমা চৌধুরী আর নেই।

ব্যাংককের একটি হাসপাতালে রোববার দিবাগত রাত সোয়া ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানান বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম।

মৃত্যুকালে ফাতেমা চৌধুরীর বয়স হয়েছিল ৭৬ বছর। ফাতেমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে বয়স্ক শিক্ষা বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকার পুরানা পল্টন কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এবং উত্তরার মহিলা মেডিকেল কলেজে ইংরেজির শিক্ষক ছিলেন।

তার স্বামী ড. মুঈদ চৌধুরী কুমিল্লা বোর্ডের পরিচালক ও পরে জাতিসংঘের ইউনেস্কো প্যারিস হেড কোয়ার্টারের পরিচালক ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট থেকে কেবিনেট মন্ত্রী অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরীর মেয়ে ফাতেমা চৌধুরী।

এইউএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।