দেশ দুর্নীতিতে নিমজ্জিত : খালেকুজ্জামান
দুর্নীতিতে দেশ আজ আকণ্ঠ নিমজ্জিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
শুক্রবার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দিনব্যাপী বাসদের সমর্থক-শুভানুধ্যায়ীদের অষ্টাদশ বার্ষিক মিলন মেলায় এ অভিযোগ করেন তিনি।
খালেকুজ্জামান বলেন, ‘পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থা আজ গোটা সমাজকে অবক্ষয়িত করে ফেলেছে। শোষণ-লুণ্ঠনের মাধ্যমে অর্থনৈতিকভাবে অভাব, অনটন ও দারিদ্র্যের মধ্যে নিক্ষেপ করেছে। বাংলাদেশে স্বাধীনতার ৪৮ বছর পরেও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য সমাজ প্রতিষ্ঠিত করা হয়নি। ক্ষমতায় অধিষ্ঠিত শাসক শ্রেণি মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে এ হাল দাঁড় করিয়েছে।’
তিনি বলেন, ‘জনগণের শিক্ষা-স্বাস্থ্যের অধিকার ভুলুণ্ঠিত। কাজ-বাসস্থানের নিশ্চয়তা নেই। কৃষক ফসলের দাম পায় না। শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। হাজার হাজার শ্রমিক ছাঁটাই হচ্ছে। লাখ লাখ কৃষকের নামে সার্টিফিকেট মামলা। ছাত্রদের শিক্ষার অধিকার একদিকে সংকুচিত, আরেকদিকে বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ চলছে যা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।’
বাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘শাসক শ্রেণি শুধু মানুষের ভাত-কাপড়-কাজের অধিকার হরণ করছে না, প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকারও হরণ করেছে। দেশে আজ গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। দেশে চলছে একদলীয় ফ্যাসিবাদী শাসন। এ থেকে মুক্তির জন্য সব বাম-প্রগতিশীল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’
দলের সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে যেখানেই আছেন সেখান থেকে দলকে সহযোগিতা করছেন, আপনাদের আরও এগিয়ে আসতে হবে। গোটা পরিবারকে নিয়ে দলের বৃহত্তর সামাজিক আন্দোলনে সামিল হতে হবে।’
মিলন মেলায় বাসদ সমর্থক-শুভানুধ্যায়ী, বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন-মুজাহিদুল ইসলাম সেলিম, টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, আব্দুন নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস, অধ্যাপক আবিদুর রেজা, অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী, কৃষিবিদ ড. সামছুল হোসেন, নাজির মো. খান খসরু, আব্দুল্লাহ আল মামুন তাজু, অধ্যাপক মো. হাবিবুর রহমান, অধ্যাপক মজিবুর রহমান মজনু, মুস্তাফিজুর রহমান, এমএ রহিম প্রমুখ।
এইউএ/এনডিএস/পিআর