খালেদার কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৬ অক্টোবর ২০১৪

ছাত্রদলের সদ্য ঘোষিত নতুন কমিটির বিরুদ্ধে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পর এবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদ বঞ্চিতরা। তবে এর সঙ্গে নতুন কমিটিতে স্থান পেয়েছেন অথচ প্রত্যাশিত পদ পাননি, এমন নেতারাও যোগ দেন। এক পর্যায়ে রাত সোয়া ১০টার দিকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিদ্রোহী নেতা-কর্মীরা।

এর আগে, বুধবার রাত ৮টা থেকে ছাত্রদলের সদ্য ঘোষিত নতুন কমিটির নেতারা বিএনপি চেয়ারপারসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ে গেলে বিদ্রোহীরা কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পদবঞ্চিত প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হয়।

এক পর্যায়ে বিদ্রোহী গ্রুপের তোপের মুখে নতুন কমিটির সদস্যরা কেউ কেউ গুলশান এলাকা ছেড়ে পালিয়ে আসেন। বাকিরা কোনো মতে কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পরে পদ বঞ্চিত নেতা-কর্মী ও তাদের অনুসারীরা ‘ছাত্রদলের নতুন কমিটি মানি না’, ‘টুকু-এ্যানীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পকেট কমিটি মানি না, মানব না’- এমন ভাষায় স্লোগান দিতে থাকেন।

এদিকে রাত ৯টার দিকে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্ব অল্পসংখ্যক নেতা বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পদ বঞ্চিতরা। এ সময় তারা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।