খালেদার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করবেন না : নাসিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১১ মার্চ ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। এটা নিয়ে মিথ্যাচার করবেন না। খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না।

সোমবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগ নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।

নাসিম বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অহেতুক মিথ্যাচার করছে। খালেদা জিয়া চিকিৎসা নিতে চাচ্ছেন না। কেউ যদি চিকিৎসা না নিতে চান তাহলে আমাদের কী করার আছে।

মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া অহেতুক জেদ ধরে চিকিৎসা নিচ্ছেন না। আপনি এখানে চিকিৎসা নেন, তার মেডিকেল বোর্ড যদি কিছু বলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা তো অমানবিক নই।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি শুরু করেছেন। এ রাজনীতি থেকে সরে আসুন। চিকিৎসাসেবা নিয়ে মিথ্যাচার করবেন না, কোনো রাজনীতি করবেন না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির আন্দোলনের কোনো শক্তি নেই। শুধু মিডিয়ার কল্যাণে তারা রাজনীতি করছেন। মিডিয়ার কল্যাণে তারা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। অন্যসব নির্বাচনের মতো ডাকসু নিয়েও বিএনপি অহেতুক অভিযোগ তুলছে। এ ধারাবাহিকতায় থাকলে দলটি পুরোপুরি হারিয়ে যাবে।

এফএইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।