মেননের ভূমিকায় মসজিদের খতিবের শুকরিয়া
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) তার বিদায়ী হজ ভাষণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি সেই ভাষণে নারীর প্রতি বৈষম্য না করতে, তাদের সম্মান এবং সুরক্ষার জন্য নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু দেশে একটি বিশেষ মহল ধর্ম নিয়ে বড় বড় কথা বললেও তা অনুসরণ করে না। তারা নারীদের সম্মান করে না। ফলে সমাজের মধ্যে সৃষ্টি হয় বিভাজন এবং উগ্রতা।
শুক্রবার রাজধানীর মালিবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ধর্ম শান্তির জন্য। সেই শান্তির ধর্মকে বাংলদেশ অনুসরণ করে, উগ্রতাকে নয়। আজকে আমাদের ধর্মকে ঠিকভাবে অনুসরণ করতে পারলেই দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারব।
দু’বছর আগে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাশেদ খান মেনন। এ কথা উল্লেখ করে তিনি বলেন, এখন মসজিদটি দ্বিতল হয়ে গেছে। তিনতলায় উন্নীত করা হবে।
এ সময় এই মসজিদসহ সব মসজিদে যথাযথ উন্নয়নের জন্য সরকার তহবিল বরাদ্দ করেছে জানিয়ে তিনি ওই তহবিল সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান। মেননের এই ভূমিকার জন্য এ সময় মসজিদের খতিব শুকরিয়া আদায় করেন।
এইউএ/জেডএ/এমকেএইচ