আপনারা আর পুলিশের অনুমতি চাইবেন না : জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের বলব, আপনারা আর পুলিশের অনুমতি চাইবেন না। তাদের শুধু জানিয়ে দেবেন খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যে মিথ্যা মামলা আপনারা (সরকার) দিয়েছেন তা প্রত্যাহার করে জামিনে মুক্তি দিয়ে প্রমাণ করুন কে বেশি জনপ্রিয়।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি যেকোনো ইস্যুতে বিদেশ গিয়ে চিকিৎসা নেয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘যে রোগের চিকিৎসা বাংলাদেশ প্রতি সপ্তাহে কয়েকটা হয়, সে রোগের জন্য অকারণে সিঙ্গাপুর গিয়ে কত কোটি টাকা ব্যয় হয়েছে আশা করি জনগণের কাছে সরকার একদিন হিসাব দেবে।’
সরকারের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দেশের অভ্যন্তরে চিকিৎসা পাওয়ার জন্য হাইকোর্টের নির্দেশের প্রয়োজন হয়। সেটা প্রমাণ করে বাংলাদেশের অবস্থানটা কোথায়। আমি মনে করি বর্তমান সরকারের চরিত্রের কাপড় খোলা শুরু হয়েছে।’
ডা. জাফরুল্লাহ আরও বলেন, কয়েক দিন আগে গওহর রিজভীর বস্ত্রহানি তো আপনারা দেখেছেন। সেটাকে সারাদেশে ঝুুলিয়ে দেন।
তিনি বলেন, গতকাল অরুন্ধতীকে (বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়) নিয়ে যে অভিনয় করা হয়েছে যে প্রতারণা করা হয়েছে তাতে সরকারে চরিত্র পরিষ্কার হয়েছে।
কেএইচ/এসআর/পিআর