খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৬ মার্চ ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শুরু হয়েছে। বিএনপির আয়োজনে বুধবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এই কর্মসূচি শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেএড এমন জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ ২০ দল নেতা লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে দেড় ঘণ্টাবাপী এ কর্মসূচি পালন করা হবে।

কেএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।