পুনর্মিলনীতে পিয়ংইয়ংকে দ.কোরিয়া রেডক্রসের আমন্ত্রণ


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০১৫

কোরীয় যুদ্ধের (১৯৫০-৫৩) কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনীর আয়োজন করা নিয়ে আগামী মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া রেডক্রস উত্তর কোরিয়া রেডক্রসকে আলোচনার প্রস্তাব দিয়েছে। শুক্রবার কর্মকর্তারা একথা জানান।

এ সপ্তাহের গোড়ার দিকে দুই কোরিয়ার মধ্যে চুক্তি হওয়ার পর সিউলের পক্ষ থেকে এ ধরণের প্রস্তাব দেয়া হলো। এই চুক্তির আওতায় উভয় পক্ষ ফসল কাটা উৎসবের ছুটি উপলক্ষে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনীর ব্যবস্থা করার ব্যাপারে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে আগামী ২৭ সেপ্টেম্বর ফসল কাটার এ উৎসব পালিত হবে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রেডক্রসের এ প্রাথমিক প্রস্তাব সীমান্তে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে ৭ সেপ্টেম্বর আলোচনা শুরু করার জন্য দেওয়া হয়েছে।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার একটি পার্বত্য অবকাশ কেন্দ্রে দুই কোরিয়ার মধ্যে সর্বশেষ পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধে লাখ লাখ লোক পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।