নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০২ মার্চ ২০১৯

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার (২ মার্চ) সাংগঠনিক স্থবিরতা ও বিশৃঙ্খলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অতি শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম এবং জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলামকে বহিষ্কার করা হয়। একই দিন রাত ১০টার দিকে বিএনপির চার নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়।

কেএইচ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।