বিএনপির বিদেশ কমিটির সাড়ে তিন ঘণ্টার বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০২ মার্চ ২০১৯

দ্বিতীয় বারের মত বৈঠক করেছে বিএনপির বিদেশ বিষয়ক কমিটি। শনিবার বিকেল পৌনে ৫টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ওই সূত্র জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদেশ বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজকের বৈঠকে অন্যদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, শামা ওবায়েদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ অংশ নেন।

কেএইচ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।