আ. লীগের হাতে স্বাধীনতা নিরাপদ নয় : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০১ মার্চ ২০১৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ‘আধিপত্যবাদী আওয়ামী লীগের হাতে বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার নিরাপদ হতে পারে না।’

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ একটা কথা বলে, স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব, স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ, বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সিরাজুল আলম খানকে বাদে দিয়ে কীসের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, ৭ মার্চ বাবা স্বাধীনতার ঘোষণা দিতে চাননি। সিরাজুল আলম খান ও তার সাঙ্গপাঙ্গরা চাপাচাপি করেছিলেন। এটাই সত্য কথা।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমরা স্বাধীনতার সংগ্রাম করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আমরা আধিপত্যবাদী আওয়ামী লীগের হাতে তুলে দেয়ার জন্য নয়। আমরা সত্তরে ভোট করেছিলাম বাংলাদেশ স্বাধীন করার জন্য আর আওয়ামী লীগ ভোট করেছিল পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য। এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার নিরাপদ হতে পারে না।’

জেএসডি সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালন করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারা বাংলাদেশের (একাংশ) মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমদ বাদল প্রমুখ।

এইউএ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।