ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৮ আগস্ট ২০১৫

শুধু সেমিনার ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই সরকারের কাছ থেকে কোন কিছু আদায় সম্ভব নয়। তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দিগন্ত টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে সম্প্রচার  নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি শীর্ষক এক প্রতিবাদ সংহতি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের সাথে ভালো আচরণ করে লাভ হবে না। তাই যেমন কুকুর তেমন মুগুরের মত আচরণ করতে হবে। তাহলেই সব স্বাধীনতা আদায় করা সম্ভব।

মাহবুব হোসেন বলেন, দিগন্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চায়। তাই বর্তমান সরকার দিগন্ত টেলিভিশনকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেবে না বলেই তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

দিগন্ত টেলিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গোরার সভাপতিত্বে প্রতিবাদ সংহতি সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক বিচারপতি আব্দুল রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, কবি ফরহাদ মজহার, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

আএসএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।