ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন নুরুল ইসলাম


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ আগস্ট ২০১৫

৬০ জন হজযাত্রীদের মধ্যে নুরুল ইসলাম মন্ডল নামের এক হজযাত্রী এখনো ভিসা না পাওয়ার কারণে সৌদি অারবের কাবা শরীফে যেতে পারেননি। আল্লাহ ও তার প্রিয় হাবিব মুহাম্মদ (সা:) এর সান্নিধ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি। তিনি বলেন মিনার ট্রাভেলস এর মাধ্যমে গত মঙ্গলবার তিনি হজ ক্যাম্পে এসেছেন। এজেন্ট কর্মকর্তা হুমায়ুন কবির তাদের তত্ত্বাবধায়ন করছেন।

৬০জন হজযাত্রীর মধ্যে ৫জন মহিলা রয়েছে জানিয়ে তিনি বলেন, ৩০ আগস্টের পর হয়তো তাদের ফ্লাইট হতে পারে বলে জানানাে হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের ফ্লাইট হওয়ার কথা থাকলেও এয়াপোর্টে যাওয়ার পর শুনতে পেরেছেন তাদের ফ্লাইট এখনো হয়নি। তাই ফের ক্যাম্পে ফিরে এসেছেন এখানেই ইবাদত বন্দেগি করছেন তিনি।

তিনি জানান, একই গ্রামের মোশারফ হোসেন ও তার স্ত্রী মঞ্জু আরাও এসেছেন তার সঙ্গে। আল্লাহ ও তার রাসুল (সা:) এর সান্নিধ্য পেতে তারা মুখিয়ে আছেন। কখন কাবা শরীফে যাবেন সেই আকুলতায় অধীর অপেক্ষায় রয়েছেন তারা।

এমএম/এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।