দেশের গণতন্ত্রের সঙ্গে চকবাজারের ঘটনার কোনো সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেছেন, ‘দেশের গণতন্ত্রের সঙ্গে ঢাকার চকবাজারের ঘটনার কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র নেই বিধায় চকবাজারে আগুন লেগেছে, ফখরুল সাহেবের এসব বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বহন করে।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের বাসায় দুটি কবিতার বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গত বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯টি মরদেহ শনাক্তের জন্য ৩১ স্বজনের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় আহতদের দেখতে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘মন্ত্রীরা অনেক কথা বলছেন। কিন্তু তারা ঠিক যে কাজগুলো করা দরকার তা করছেন না। একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে, দায়িত্বহীনতা এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিবিলিটি নাই। কোথাও কোনো জবাবদিহিতা নাই। একটার পর একটা এ ধরনের গণতন্ত্রহীনতা সে অবস্থাকে অ্যাকিউজ করে তুলছে।’

এর জবাবে আজ (শনিবার) তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘ইদানীং দেখা যাচ্ছে, ফখরুল সাহেব প্রচুর অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নাই বিধায় চকবাজারে আগুন লেগেছে, এটি কী রকম দায়িত্বহীন কথা, এটা বলার অপেক্ষা রাখে না।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘এটির মাধ্যমে ফখরুল সাহেব নিজেই প্রকারান্তরে বলেছেন, এই অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। কারণ গণতন্ত্র নাই বিধায় তারা মানুষের উপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে পাঁচশ'র বেশি মানুষকে তারা পেট্রলবোমা নিক্ষেপ করে হত্যা করেছে, সাড়ে তিন হাজার মানুষকে ঝলসে দিয়েছে। চকবাজারের আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এই কথার মাধ্যমে এটিই ব্যাখ্যা দেয়া যায়, তাহলে পেট্রল বোমার মতো এটির সঙ্গেও তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।’

আবু আজাদ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।