চকবাজার ট্র্যাজেডি : বিএনপির দুই দিনের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৭০ জনের অধিক মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়। নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ২২ ফেব্রুয়ারি শুক্রবার দেশব্যাপী সব মসজিদে বাদ জুম’আ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ২৩ ফেব্রুয়ারি শনিবার নিহতদের স্মরণে বিএনপি শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

কেএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।