যশোর আ. লীগের সাংগঠনিক সম্পাদক জেলহাজতে


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৭ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

যশোরে ছাত্রলীগ নেতা রিপন হোসেন দাদা হত্যা মামলায় যশোর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে যশোরের আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠায়। এর আগে বুধবার রাতে পুলিশ তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার শাহারুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়া ভেকুটিয়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দেয়ার আড়াই মাসের মাথায় হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করলো পুলিশ। শাহারুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক।

সূত্র জানায়, ২০১০ সালের ১৪ মার্চ সন্ধ্যায় নিহত হন যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন দাদা ওরফে দাদা রিপন। বাড়ি থেকে শহরে আসার পথে শহরতলীর ভেকুটিয়া বাজারের অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এতে শাহারুলসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়।

# যশোর আ. লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মিলন রহমান/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।