৫২ হজ এজেন্সিকে জরুরি তলব


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ আগস্ট ২০১৫

মানবপাচারের অভিযোগে অর্ধশতাধিক হজ এজেন্সিকে তদন্ত কমিটির সামনে হাজির হতে জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ওমরা হজ পালন করতে গিয়ে তাদের পাঠানো হজযাত্রীদের অনেকেই অবৈধভাবে সৌদি আরবে রয়ে গেছেন।

সৌদি সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ায় গত ২৩ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শহীদুজ্জামানকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠিত হয়। ১ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) নাসিরউদ্দিন আহমেদ এক চিঠিতে অভিযুক্ত ওমরা হজ এজেন্সিকে ওমরা হজ প্যাকেজ, ওমরাযাত্রীদের সঙ্গে সম্পাদিত চুক্তি, প্রয়োজনীয় কাগজপত্রাদি ও প্রমাণপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে। হজ এজেন্সিগুলোর বক্তব্যের সমর্থনে কোন ইলেকট্রনিক মাধ্যমে প্রমাণপত্র উপস্থাপন করা হলে তা যাচাই করতে ইউজার  নেম ও পাসওয়ার্ড সঙ্গে আনতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট ৫২টি এজেন্সিকে তদন্ত কমিটি তলব করেছে। হজ এজেন্সিগুলো হলো- জেমিনি ট্রালেভস, সবুজ বাংলা ইন্টারন্যাশনাল, মারুফ ট্রাভেলস, গোল্ডেন বাংলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, অলরাইটস ট্রাভেলস, রাব্বানি ওভারসিজ সার্ভিস, কনকর্ড ইন্টারন্যাশনাল, পারাবত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, এমএমআর এভিয়েশন, রওশন ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, আল সোবহানি ইন্টারন্যাশনাল, ইউনাইটেড ষ্টারস ট্রাভেলস, থ্রি ষ্টার ট্রাভেলস, আল নুর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, মাসুদ ট্রাভেল অ্যান্ড  ট্যুরস, ইষ্টার্ন  ট্রাভেলস, মুনা ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড,  ফ্লাই হোম ট্রাভেলস, অঞ্জন এয়ার ট্রাভেলস, রয়েল এয়ার সার্ভিস সিষ্টেম-৯, ওয়েসিস এয়ার সার্ভিসেস, লাব্বায়েক ওভারসিজ সার্ভিসেস, এভিয়া ওভারসিজ লিমিটেড, এভারগ্রীন ট্র্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, এয়ার এক্সপ্রেস ইন্টারন্যাশনাল, কেএসপি ট্রাভেলস, বাংলাদেশ ওয়ারসিজ সার্ভিসেস, লিও ইন্টারন্যাশনাল, উইংস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, সিটি নিয়ন ট্রাভেলস, গালফস ট্র্র্রাভেলস অ্যান্ড ট্যুরস, এডমিয়ার এয়ার ট্রাভেলস লিমিটেড, এমপি ট্রাভেলস লিমিটেড, টপকন ওভারসিজ লিমিটেড, সিটি ওভারসিজ, গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হাসিম ওভারসিজ, খাদেম এয়ার সার্ভিসেস, রয়েল এয়ার সার্ভিসেস, লর্ড ট্রাভেলস, এমএস লাকি ওভারসিজ, টাইমস এভিয়েশন সিষ্টেম লিমিটেড, বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্যুরস লিমিটেড, আল আরাফাহ ওভারসিজ, সুরেশ্বর ট্রাভেলস, ইজিওয়ে ট্রাভেলস, কুমিল্লা ট্রাভেলস, মেগাটপ ট্রাভেলস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সঞ্চারী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মল্লিক ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও রঞ্জন ওভারসিজ লিমিটেড।




এমইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।