বিএনপি অফিসের সোবহান আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক অফিস সুপার এম এ সোবহান আর নেই। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাফফার বলেন, ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই এম এ সোবহান অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন তিনি। চাকরির মেয়াদ দুই বছর বাকি থাকা অবস্থায় ইস্তফা দিয়ে শহীদ জিয়াউর রহমানের আহ্বানে বিএনপি অফিসে যোগ দেন এম এ সোবহান।

তিনি জানান, গত পাঁচ-ছয় মাস আগে বার্ধক্যজনিত কারণে এম এ সোবহান বিএনপি অফিসের চাকরি ছেড়ে দেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার চার ছেলে এবং স্ত্রী রয়েছে।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে মরহুম এম এ সোবহানের জানাজা এবং দাফনের সময় এখনও নির্ধারণ হয়নি। তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে সাবেক সহকর্মী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

কেএইচ/এমএমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।