কাজী জাফরের মৃত্যুতে ছাত্রদলের শোক


প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৭ আগস্ট ২০১৫

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টীর একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোক বার্তায় বলা হয়, দেশের খুব সংকটকালীন সময়ে তিনি চলে গেলেন। এসময় তার মত নেতার জাতির খুব প্রয়োজন ছিল। দেশের গণতন্ত্র যখন গুটিকয়েক মানুষের কাছে জিম্মি হয়ে পড়েছে তখন রাজনীতির এই লড়াকু সৈনিক তার জীবনের শেষ দিন পর্যন্ত তা পুররুদ্ধারের চেষ্টা করে গেছেন। আল্লাহ তায়ালা নিশ্চয় জনদরদী এই নেতাকে বেহেশত নসীব করবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৭টার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কাজী জাফর আহমদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

এমএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।