ঢাকা নিয়ে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন দেখছেন তা বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোববার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন মঙ্গা, বিদ্যুৎ সমস্যা, ছিটমহল সমস্যা এবং জালাও-পোড়াও দূর হয়েছে। তাহলে ঢাকা শহরের মানুষ এখন কী চায়? তারা চায় একটি দখলমুক্ত ফুটপাত, খেলার মাঠ, জলজট মুক্ত, যানযট ও মশামুক্ত একটি ঢাকা শহর। এগুলো তাদের যৌক্তিক দাবি। আমরা যদি মিলেমিশে এক হয়ে সবাই কাজ করতে পারি তাহলে এ সমস্যা দূর করতে পারব।’

তিনি বলেন, ‘কথা বলা সহজ, কিন্তু করা কঠিন। সেই কঠিন কিন্তু কঠিন না যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমার বাবা-মা শিখিয়েছে কীভাবে সততার সঙ্গে কাজ করতে হয়। তাই আমি কথা দিতে চাই আমার সততা এবং সাহস দিয়ে ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে পারব।’

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ আতিকুল ইসলামের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আতিকুল ইসলাম ভালো এবং যোগ্য লোক। তাকে নির্বাচিত করার লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন।’

আতিকুল ইসলামকে নির্বাচনে জয়ী করতে হবে জানিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব হবে তাকে বিপুল ভোটে নির্বাচিত করা। আমরা সবাই তার পাশে আছি।’

ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আতিকুল ইসলামের নির্বাচনী উপদেষ্টা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।

এইউএ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।