স্বৈরাচারী সরকার গণতন্ত্রের ভান ধরেছে : মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

অলিখিত বাকশালের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রের ভান ধরেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বলছে। মুখে গণতন্ত্রের মুখোশ পরে, স্বৈরাচারিতা চালিয়ে যাচ্ছে। স্বৈরাচারী সরকারের থেকেও গণতন্ত্রের ভানধরা সরকার আরও বেশি ক্ষতিকর। স্বৈরাচারী সরকার গণতন্ত্রের ভান ধরেছে। তাই এ বিষয়ে সতর্ক হতে হবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে অলিখিত বাকশাল চিরস্থায়ী করতে চায়। আগামী দিনে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র উপহার দিব।

তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য। ১৯৭১ সালে লাখো মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল। স্বাধীনতার ৪৭ বছর পর দেখছি সরকার আবারো গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে। এখন দেশের কোটি মানুষ প্রশ্ন কেনো দেশকে স্বাধীন করেছিলাম। তাহলে তো পাকিস্থানের সঙ্গে আমাদের পার্থক্য রইলো না।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিশ্ববাসী দেখেছেন রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে কিভাবে কৌশলের নির্বাচন করে। আমরা বলতে চাই আমাদের কথা বলার সুযোগ দিন। গণমানুষের অধিকার ফিরিয়ে দিন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিন।

মানববন্ধনে অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।