বেনাপোলে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্রী নিহত
বেনাপোল-যশোর সড়কের হাজের আলী নামক স্থানে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিলা খাতুন (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিলা খাতুন ঝিকরগাছা হাজের আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার আশরাফুল হোসেনের মেয়ে।
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শিলা স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এমন সময় পিছন থেকে যশোরগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৫০৯২) একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ঘটনায় চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জামাল হোসেন/এসএস/পিআর