নাশকতার অভিযোগ : বিএনপির ২৮ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে দায়ের হওয়া আলাদা ১১টি মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময় নগরের খুলশী থানায় ১১টি মামলা দায়ের হয়। ওইসব মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।