জিয়া ছিলেন বঙ্গবন্ধুর খুনিদের মুখপাত্র : আমু


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ আগস্ট ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুখপাত্র হিসেবে হাজির হয়েছিলেন মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জিয়াউর রহমান ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’

মঙ্গলবার সন্ধ্যয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখা ওই আলোচনা সভার আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু কি কারণে খুন হয়েছিলেন? তার উত্তর মেলে খালেদা জিয়ার কেক কাটার মধ্য দিয়ে, সাম্প্রদায়িক সংগঠন জামায়াতের সঙ্গে জোট করার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জিয়াউর রহমান যে ধারায় রাজনীতি করেছেন, খালেদা জিয়াও ঠিক একই ধারায় রাজনীতি করছেন।

শিল্পমন্ত্রী বলেন, হাজার বছরের পরাধীন বাঙালিকে স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পর দ্বিতীয় বিপ্লব অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যখন সংগ্রাম করে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘাতকরা তাকে হত্যা করে। পৃথিবীর এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের কারণেই বাংলাদেশ পিছিয়ে পড়ে।

শেখ হাসিনা সরকারের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর শাখার সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম এমপি, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পদক এসএম জাকির হোসেন প্রমুখ।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।