প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ রক্ষা না করা শিষ্টাচার বহির্ভূত
প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ রক্ষা না করে ঐক্যফ্রন্ট শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রোববার স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ‘সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায়’ এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, ‘তাদের (বিএনপি) মধ্যে শিষ্টাচারের অভাব রয়েছে। তারা নেতিবাচক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি। ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তের পথে হাঁটছে বিএনপি। ভুল পথে হাঁটলে তাদের পরিস্থিতি মুসলিম লীগের মতো হবে। দলটির নেতারা এখন অযৌক্তিক কথা বলে কর্মীদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে।’
হানিফ আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে দেশের মানুষের জন্য কিছুই করেনি। তারা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তারা নেতিবাচক রাজনীতি করে। নেতিবাচক রাজনীতির কারণে আজ বিএনপি কোথায়?’
এ সময় সন্ত্রাসীদের জন্য বিএনপির কান্না হয় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
হানিফ আরও বলেন, ‘যারা দুর্নীতিবাজ নেতাদের বাঁচাতে দেশের নিরীহ মানুষের ওপর বোমা মেরে আহত-নিহত করেছে তাদের জন্য বিএনপির কান্না হয়। আহত- নিহতদের জন্য আপনাদের কান্না হয় না। আপনাদের মানবতা তখন কোথায় ছিল?’
দলের অপর যুগ্ম- সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘তিনি (সৈয়দ আশরাফুল ইসলাম) একজন সৎ, বিবেকবান ও দেশপ্রেমিক ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন। সৈয়দ আশরাফ স্বল্প ভাষী ছিলেন। তিনি কখনও কঠিন প্রশ্নের উত্তর ক্ষুব্ধভাবে দেননি।’
দীপু মনি বলেন, ‘তার (সৈয়দ আশরাফের) গুণগুলো আমরা চর্চা করার চেষ্টা করি। তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমাদের জনগণের কথা ভেবে ইতিবাচক রাজনীতি করতে হবে। যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ফকির প্রমুখ।
এইউএ/এনডিএস/এমএস