বিএনপি সংসদে না আসা হবে আত্মহত্যার সামিল : ডেপুটি স্পিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বিএনপি সংসদে না এলে ভুল করবে, তা হতে আত্মহত্যার সামিল হবে। তারা সংসদে এসে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে পারবে। সংসদের বাইরে সাত মাসে জনসভা করে তারা যে ভূমিকা রাখবে, সংসদে এসে সাত দিনে তার চেয়ে বেশি রাখতে পারবে।

শনিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া মিয়া বাড়ি মাঠে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফজলে রাব্বী মিয়া বলেন, ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭টি আসনে নির্বাচিত হয়ে তৎকালিন বিরোধী দল সংসদে এসে গঠনমূলক ভূমিকা রেখেছিল। দীর্ঘদিন পর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির জাতীয় ঐক্যাফ্রন্টের ৮জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন - তারা সংসদে এসে জনগণের কথা তুলে ধরতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন, ছামছুজোহা, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী ।

জাহিদ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।