বিএনপির আইনজীবী ফোরামের নতুন কমিটি, আহ্বায়ক জমিরউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবী নেতাদের সঙ্গে দলের সিনিয়র নেতারা বৈঠক করেন। বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নতুন এই কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটিতে তিনি আরও সদস্য যুক্ত করবেন।’

খালেদা জিয়ার মুক্তি, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন, দলের কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের আইনি সহায়তার কাজে গতি আনতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে বলে গুলশান সূত্র জানিয়েছে।

অন্যদের মধ্যে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।