রাবিতে নতুন অনুষদ ও বিভাগের যাত্রা শুরু


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৫ আগস্ট ২০১৫

কলা অনুষদ থেকে পৃথক করে চারুকলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের অধীনে নতুনভাবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক করে বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় কলা অনুষদ থেকে পৃথক করে চারুকলাকে অনুষদ করার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে নতুন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

উল্লেখ্য, নতুন করে চারুকলা অনুমোদন করায় মোট অনুষদ সংখ্যা ১০টি এবং শরীর চর্চা বিভাগসহ মোট বিভাগের সংখ্যা ৫১টি।

রাশেদ রিন্টু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।