মেয়র পদে জাপার মনোনয়ন নিলেন ব্যান্ডশিল্পী শাফিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মধ্যে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে সংরক্ষিত আসনে একজন নারী কাউন্সিলর প্রার্থী আছেন। রবি ও সোমবার এই মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

আগামীকাল (২৯ জানুয়ারি) বেলা ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে জাতীয় জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়।

জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এইউএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।