তারেকসহ ৩২ জনের নামে অভিযোগপত্র
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি মেয়র (বর্তমানে বরখাস্ত) অধ্যাপক এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিসহ ৩২ জনের নাম গাজীপুরের আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ পিপিএম মঙ্গলবার সকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ২১ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গাজীপুরের মনিপুর খাসপাড়া এলাকার তারেক জিয়া মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা একটি বাসে কেরোসিন ও পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র সরকার বাদি হয়ে ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা আরো ৪০-৪৫ জনের নামে মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন এসআই রফিকুল ইসলাম-৩। পরবর্তীতে এসআই এনামুল হক মামলাটি তদন্ত করেন।
পুলিশ সুপার আরো বলেন, ৩২ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫-ঘ সত্য বলে প্রামাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল হক জয়দেবপুর থানার অভিযোগপত্র নং ৯৩৯ মঙ্গলবার দাখিলপূর্বক আদালতে প্রেরণ করেন। এ মামলায় ১১জনকে পুলিশ গ্রেফতার করেছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস