ঢাকা উত্তরে উপ-নির্বাচন : ফরম বিতরণ শুরু জাপার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও ৩৬ টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি।

রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ ফরম বিতরণ শুরু হয়।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির প্রার্থীরা অনেক ভালো করবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখি দল। তাই সকল নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক মো. আনিস উর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- মো. ইসমাইল হোসেন (ওয়ার্ড-৩৯), মো. শামসুল হক (ওয়ার্ড-৪৬), সাইফুল ইসলাম জুয়েল (ওয়ার্ড-৪৬), রফিকুল ইসলাম (ওয়ার্ড-৪৪), বজলুর রহমান মৃধা (ওয়ার্ড-৩৯), জাকির হোসেন হান্নান (ওয়ার্ড-৩৮), এস.এম. আমিনুল হক সেলিম (ওয়ার্ড-২১), মো. জহিরুল ইসলাম মিন্টু (ওয়ার্ড-৪১), মো. ফাইজুল ইসলাম (ওয়ার্ড-৪৪), মো. আলাউদ্দিন আলাল (ওয়ার্ড-৫৪), মো. বোরহান উদ্দিন (ওয়ার্ড-৫০), ইব্রাহিম হোসেন (ওয়ার্ড-৫২), মো. মহিবুর রহমান (ওয়ার্ড-৪৩)।

এইউএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।